মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আইসিটি ও প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের প্রোগ্রামিং দক্ষতা যাচাই করতে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি) ২০২৫’-এর ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজকেরা।